Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

(ক) কুষ্টিয়া জেলার 20302 টি যানবাহনকে বিআরটিএ আইএস ভুক্ত করা হয়েছে।

 

(খ) 17356 জন চালকের ড্রাইভিং লাইসেন্স এইচ এস ডি এল ভুক্ত করা হয়েছে।

 

(গ) 15542 টি মোটরযানের ডিএনপি (ডিজিটাল নাম্বার প্লেট) (যাহা আরআরএফআই ট্যাগযুক্ত) সংযুক্ত করা হয়েছে ।

 

(ঘ) 15542 টি মোটরযানের ডিআরসি (ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেট) সরবরাহ করা হয়েছে।

 

(ঙ) কুষ্টিয়া জেলায় 3টি বেসরকারী ব্যাংকের মাধ্যমে অন লাইন রাজস্ব আদায় অব্যহত এবং 7356 জন পেশাদার চালককে পর্যায়ক্রমে প্রশিক্ষনের মাধ্যমে ড্রাইভং লাইসেন্স নবায়ন অব্যহত আছে।

 

(চ) মোটরযানের ফিটনেস ও ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণের ১৫ দিন পূর্বে গাড়ির মালিককে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে তা অবগত করা হয়।

 

(ছ) অনলাইন ব্যাংকিং পদ্ধতি চালু হওয়ার পর থেকে সরাসরি ব্যাংক থেকেই ট্যাক্স টোকেন নবায়ন করা যায়। এ জন্য বিআরটিএ অফিসে আসতে হয় না। ট্যাক্স টোকেন নবায়নের সময় ব্যাংকে পূর্ববর্তী ট্যাক্স টোকেন (মূলকপি) ও নির্ধারিত ফি জমা দিলেই ব্যাংক থেকেই ট্যাক্স টোকেন নবায়ন করা হয়। ব্যাংকের শাখা ও বুথের তালিকা বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

(জ) মালিককে তার সুবিধামত তারিখে রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বার প্লেট ও আরএফ আইডি ট্যাগ এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহের জন্য পৃথক এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে;

 

(ঝ) নির্ধারিত তারিখে বিআরটিএ সার্কেল অফিসে মোটরযানটি এনে রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বার প্লেট ও আরএফ আইডি ট্যাগ সংযোজন করাতে হবে এবং নির্ধারিত বুথ থেকে ডিজিটাল রেজিস্ট্রেশ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।