Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

(ক) বিআরটিএ, কুষ্টিয়া সার্কেলের ওয়েব পোর্টাল নং- brta.kushtia.gov.bd এর মাধ্যমে বিআরটিএ কুষ্টিয়া সার্কেল অফিসের যাবতীয় আপডেট তথ্যাদি অবহিত হওয়া যাবে। 

 

(খ) বিআরটিএ ওয়েব সাইড- www.brta.gov.bd এর মাধ্যমে মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যাবতীয় ফরম ও তথ্য সংগ্রহ এবং পদ্ধতি জানা যাবে।

 

(গ) বিআরটিএ, কুষ্টিয়া ই-মেইল- ad_kushtia@brta.gov.bd এর মাধ্যমে যে কোন আপত্তি ও নিস্পত্তি সহ তথ্য প্রদান করা যাবে।

 

(ঘ) বিআরটিএ, কুষ্টিয়ার ফোন নং- 071-62687 এর মাধ্যমে যোগাযোগ করতঃ প্রত্যাশিত সেবা প্রহণের পরামর্শ প্রদান করা হয়।

 

(ঙ) ফিটনেস/রুটপারমিট এর নির্ধারিত ফরমে আবেদন ও সরকারী ফিস জমা পূর্বক বিআরটিএ কুষ্টিয়া সার্কেল অফিসে কক্ষ নং ১০৫ এর (গ) রুমে যোগাযোগ করতে হবে।

 

(চ) ড্রাইভিং লাইসেন্স/নবায়ন/প্রতিলিপি/ নথিভুক্ত/ ছাড়পত্র ও লার্নার আবেদন ফরম ও জমার জন্য বিআরটিএ কুষ্টিয়া সার্কেল অফিসে কক্ষ নং ১০৫ এর (ক) রুমে যোগাযোগ করতে হবে।

 

(ছ) বায়োমেট্রিক্স ও ছবি প্রদান, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ ড্রাইভিং লাইসেন্স গ্রহণ এর জন্য বিআরটিএ কুষ্টিয়া সার্কেল অফিসে কক্ষ নং ১০৬ রুমে যোগাযোগ করতে হবে।

 

(ঝ) সকল প্রকার মোটরযানের রেজিষ্ট্রেশন সংক্রান্ত আবেদন জমা ও গ্রহণ এর জন্য বিআরটিএ কুষ্টিয়া সার্কেল অফিসে কক্ষ নং ১০৫ এর (গ) রুমে যোগাযোগ করতে হবে।

 

(ঞ) অফিস হেড বসেন জেলা প্রশাসকের কার্যালয়ের ৩য় তলায় রুম নং ৩১৩।