Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

(১) নিয়মিত মোটরযান নিবন্ধন, রেজশ্ট্রেশন, মালিকানা বদলী,এনডোর্সমেন্ট, ছাড়পত্র, প্রতিলিপি, মোডিফিকেশন, ফি এ্যাসেসমেন্ট করা হয় ।

 

(২) প্রতি মাসে ৪টি জেলা ড্রাইভিং কম্পিটেন্সি টেষ্ট বোর্ড কার্যক্রম গ্রহণ এবং ১৫০x৪=৬০০ চালকের ড্রা্ইভিং টেষ্ট গ্রহণ করা হয় ।
 

(৩) মোটরযান চালকদের কম্পিউটারাইজ প্রক্রিয়ায় বায়োমেট্রিক্স ও ফিংগার প্রিন্ট গ্রহণ করা হয় ।

 

(৪) সকল চালকদের অন লাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষনবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান।

 

(৫) রেজিস্ট্রেশনকৃত মোটরযান মালিকদের ডিজিটাল প্রক্রিয়ায় বায়োমেট্রিক্স ও ফিংগার প্রিন্ট গ্রহণ ও ডিআরসি বিতরণ করা হয়।

 

(৬) আঞ্চলিক পরিবহন কমিটি, কুষ্টিয়ার মাধ্যমে পরিবহন সেক্টরের উদ্ভুত সমস্যাবলীর সমাধান প্রদান এবং মোটরযান আইন 1983 এর সংশ্লিষ্ট বিধি

মোতাবেক নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্বাবধানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

 

(৬) ইলেক্ট্রনিক চিপ যুক্ত ও এনএফসি ফিচার সম্বলিত স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স সহরবরাহ করা হয় ;

 

 

(৭) ইলেক্ট্রনিক চিপ যুক্ত স্মার্টকার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহরবরাহ করা হয় ;

 

(৯) অনলাইন ব্যাংকিং পদ্ধতিতে বিআরটিএ’র সকল ফি ও ট্যাক্স জমা গ্রহণ কর হয়;

 

(১০) অনলাইন ব্যাংকিং পদ্ধতিতে তাৎক্ষনিকভাবে মোটরযানের ট্যাক্স-টোকেন নবায়ন করা হয়;

 

(১১) বিআরটিএ মজিলা সফটয়্যারের তমাধ্যমে ওয়েব বেসজ্‌ড ফি ক্যালকুলেশন মাধ্যমে মোটরযানের রেজিস্ট্রেশনসহ যাবতীয় সংক্রান্ত ফিসের তথ্যাদি জানা যায় ;

 

(১২) মোবাইল মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের তথ্য যাচাই করা হয়;

 

(১৩) মোবাইল মেসেজের মাধ্যমে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট(প্রযোজ্য ক্ষেত্রে)-এর মেয়াদ উত্তীর্ণের  তারিখ যাচাই করা যায়;

 

(১৫) মোটরযানের ডিজিটাল নাম্বার প্লেট (ডিএনপি), ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রস্তুতের পর তা সংগ্রহ করার জন্য মোবাইল মেসেজ

প্রদান করা হয়;

 

(১৬) গ্রাহকগন মোবাইল মেসেজের মাধ্যমে মোটরযানের ডিজিটাল নাম্বার প্লেট সংযোজনের এপয়েন্টমেন্ট গ্রহণ করা হচ্ছে;

 

(১৭) মোবাইল মেসেজের মাধ্যমে মোটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক্স প্রদান ও কার্ড সংগ্রহের জন্য এপয়েন্টমেন্ট গ্রহণ করা হচ্ছে

 

(১৮) মোটরযানের ফিটনেস ও ট্যাক্স-টোকেনের মেয়াদ উত্তীর্ণের ১৫ দিন পূর্বে মোবাইল মেসেজের মাধ্যমে ফিটনেস ও ট্যাক্স-টোকেন নবায়নের জন্য অবহিত করণ;

 

 

(১৯) আরএফআইডি রিসিভার ও মোটরযান সংযোজিত আরএফআইডি ট্যাগের মাধ্যমে মোটরযানের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে;

 

(২০) বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি মোতাবেক প্রতি বছর কুষ্টিয়া জেলা ১০০০ এর অধিক পেশাজীবী গাড়ী চালকদের প্রমিক্ষণ কর্মশালা এবং দুর্ঘটনামুক্ত নিরাপদ

সড়ক গড়ার লক্ষে সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক সচেতনতার জন্য সভা/সেমিনার/উঠান বৈঠক/ টার্মিনাল বৈঠক এর আয়োজন করা হয়।